Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক নারীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে শনিবার বিকেলে এই মানববন্ধন হয়। ‘ধর্ষণ ও নির্যাতনবিরোধী সুনামগঞ্জের জনগণ’র ব্যানারে আয়েজিত এই মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, কবি ও লেখক শামস শামীম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুব্রত সরকার, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সত্যজিৎ আচার্য ও নরেন ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে ছয়জনের নামোল্লেখ করে থানায় মামলা করেছেন

Exit mobile version