Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এম এ মান্নান বৃত্তি বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ পাওয়া বড় কথা নয়,শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে তৈরী করতে হবে। তিনি বলেন বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে কাজ করছে। খুব শ্রীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উপগ্রহ উড়াবে বাংলাদেশ। আমরা এই অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তিনি দক্ষিন সুনামগঞ্জের ডিংরিয়া উচ্চ বিদ্যালয় নতুন ভবনের মিলনায়তনে এম এ মান্নান প্রাথমিক বৃত্তির পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ডুংরিয়া উত্তরন ক্লাব ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, দক্ষিন সুনামগঞ্জের ইউএনও হারুন রশিদ,সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন, জগন্নাথপুর থানার ওসি হারুন রশিদ চৌধুরী, দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি ইখতেয়ার উদ্দিন, উত্তরন ক্লাব এর সভাপতি মনিরুজ্জামান সুজন প্রমুখ। অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর, দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৭৫জন শিক্ষার্থীকে সনদ,প্রাইজবন্ড,ও চারটি করে বই উপহার দেয়া হয়।

Exit mobile version