Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঐতিহাসিক ৭ মার্চ, সোহরাওয়ার্দী উদ্যানে আ’লীগ নেতাকর্মীদের ঢল

জগন্নাথপুর২৪ ডেস্ক :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

বুধবার সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন।

দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হবে। এ জনসভায় ১৯৭১ সালের ৭ মার্চের আদলেই জনসমুদ্রের পুনরাবৃত্তি করতে চায় দলটি। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার পাশাপাশি তিনি নৌকায় ভোট চাইবেন। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরবেন তিনি।

দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে উদ্যানে। গাড়িতে বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে সমাবেশস্থলে আসছেন অনেকে। সবার হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা।
প্রথম আলো।

Exit mobile version