Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওসমানি বিমানবন্দর থেকে চার কেজি সোনা উদ্ধার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় জাহিদ মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হক জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ( বিজি-২২৮) একটি ফ্লাইট বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানের ১০ এ নম্বর সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ সময় বিমানের গ্রীণ চ্যানেল এলাকা থেকে ওই সিটে অবস্থানকারী সিলেট কোতয়ালী থানার শেখঘাট এলাকার বাসিন্দা জাহিদ মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version