Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনাকাল, জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের চাল ডিলার সাবেক মেম্বার অধির রঞ্জন কালোবাজারে খাদ্যবাদ্ধন কর্মসুচীর চাল অন্যত্র বিক্রি করেছেন। এধরনের অভিযোগ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিলারের দোকান তালাবদ্ধ অবস্থায় পায়। এসময় কোন লোকজনও পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে ডিলার অধির রঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া জানান, এবিষয়টি আমার জানা নেই।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ডিলারের দোকান তালাবন্ধ ছিল। কাউকে পাওয়া যায়নি।

আজ সকাল ৬ ঘটিকার সময় জগন্নাথপুর ৯ নং, পাইলগাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের স্বাধীন বাজারে ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার অধির রঞ্জন রুনা ডিলারের চাল চুরি করে বিক্রি করে নাজমা ভেরাইটিজ ষ্টোরের মালিক শাহজাহান মিয়ার কাছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাদেরকে না পেয়ে দোকান তালা দিয়ে যায়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, খবর পেয়েছি। কাল শনিবার ঘটনাস্থলে যাব। তদন্তে প্রমানিত হলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version