Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলস্বিনীর গদ্য ||আব্দুল মতিন

কলস্বিনীর গদ্য ||আব্দুল মতিন

এক জীবনের বৈশ্বানর  নিভিয়ে দিতে তিমিরে ঢেকে
যাওয়া শ্রোত্রে শুনি কলস্বিনীর গদ্য।

কবিতার প্রতিলিপির সূর বেমানান এই মায়ার ছায়ালোকে।
আমার তনুর পুরনো ব্যথা নিয়ে গান করে এক অচেনা
দ্বিপ।

আমি চেয়ে থাকি সফেদ বনিতার কান্তারের বিমর্ষ
নিশীথিনী যেখানে নেমেছে আদিত্যের বিদায়ে।

ধীবরের হারিকেনের দীপ্ত বাতি শপথ করে জীবন যুদ্ধ
শেষ হয়নি। মহাজনের নাওয়ে তুলতে হবে সুদাসল। আসুক,ঝঞ্ঝা,ফণাধর যতো এ রাতে।

পাড়ে থাকা শাখী ছেড়ে উড়ে যাবে পাখি ভোরের
আলোয়। আয়োজন করবে সুরলোকের সুর হাওরে,বনানীতে।

শুধু মানুষ মৃত্যুর পর ফুল হয়ে আসে। ফুটে থোকায় থোকায়। কালো কুন্তলের ভোমরা প্রেম নেয় মধু নামে।

Exit mobile version