Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কাশফুলের শাদা যন্ত্রণা ||আব্দুল মতিন

কাশফুলের শাদা যন্ত্রণা ||আব্দুল মতিন  
 
তোমার চুলের জানালা দিয়ে আসে শীতের রোদ।হৃদয়ের অশ্রুতে সুখের মালা গাঁথে মৃত্যুর প্রহরগোনা পথিক,তোমাকে ভেবে।

তোমাকে পেলে,অঝোরে কাঁদা যুবকের বুকে  মাঝরাতে জেগে উঠে বাঁচার সুদীর্ঘ চর।কাশফুলের শাদা যন্ত্রণায় বুনে শব্দের খামার অনাগত কবি।

অর্ফিয়ুসের বাঁশির সুুর হার মানে তোমার প্রাতিস্বিক সুর মূর্ছনায়। বৃদ্ধা নির্ঝরিণী জোয়ারে ভাসে তুমি ছুঁয়ে গেলে। 

কী যাদু,কী শক্তি তোমার মাঝে? নীল অপরাজিতার অন্তর জুড়া হলুদাভ আভার বুকে পাগল করা রূপ তোমার! তুুুমি অজ্ঞাত বেদনার ঔষধি নিশিন্দা।  

তোমার ইশারায় যুদ্ধের ময়দানে অস্ত্র ফেলে গোলাপ নিতে ছুঁটে আসে সৈনিক। অথবা,পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অজস্র গুলির মুখে চিতিয়ে দেয় বুক।
 
দেশে দেশে মানুষের কৃত্রিম বিভাজনে তুমি আশা জাগানিয়া প্রেম।পথ ভুলা শাসক আর নিষ্ঠুর শাসনের ভিড়ে সাহসী স্নাইপার।তুমি হারিয়ে যেওনা।  
Exit mobile version