Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য হবে আগামী ৪ ডিসেম্বর। তাঁর মৃত্যুর পর নয় দিনের জাতীয় শোক পালন শেষে চিরবিদায় জানানো হবে মহান এই নেতাকে।

কিউবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এর আগে ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। এ সময় ‘সরকারি কার্যক্রম বন্ধ থাকবে, সব সরকারি ভবন ও সামরিক স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে’।

৪ ডিসেম্বর কাস্ত্রোকে চিরবিদায় জানানো হবে। সারা দেশে চার দিনের শোক শোভাযাত্রা শেষে সান্তি​য়াগো শহরে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

এএফপির খবরে জানানো হয়, কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্ত্রোর মৃত্যুর খবর জানান তাঁর ভাই ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

Exit mobile version