Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গাফফার চৌধুরীর জন্মদিন পালিত

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::অমর একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর ৮২ তম জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই ইউরোপ। উদযাপন অনুষ্ঠানটি তাঁদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ইউরোপ।
চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমেদ চৌধুরী ফয়সল শোয়েব এর সঞ্চালনায় সরাসরি সম্প্রচারে আমন্ত্রিত অতিথিরা গাফফার চৌধুরীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দর্শকরাও ফোনে তাঁদের প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সাংবাদিক নাহাস পাশা গাফফার চৌধুরীকে অনুরোধ করেন ব্রিটেনে বাঙালি কমিনিউটি নিয়ে তাঁর দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য লিখে রেখে যেতে।
গাফফার চৌধুরী তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর অল্প সময়ের শাসনামল দেখার এবং শেখ হাসিনার শাসনকাল দেখার, শেখ হাসিনা সময়কে অতিক্রম করে সোনালী ইতিহাসে তাঁর নাম লিখিয়েছেন। শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে যুদ্ধপারাধীদের বিচার সম্পন্ন করা। আমি আওয়ামী লীগের সমালোচনা করি, শেখ হাসিনার সমালোচনা করি কিন্তু বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বপ্নের সঙ্গে কখনো আপস করিনি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, ব্রিটেনে নিযুক্ত হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মনিরুল ইসলাম কবীর প্রমুখ।

Exit mobile version