Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চালু হচ্ছে ফেসবুকে আর্থিক লেনদেন সুবিধা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- ফেসবুকে এবার যুক্ত হচ্ছে আর্থিক লেনদেন সুবিধা। আগামী মাসে প্রথমবারের মতো সীমিত আকারে অর্থ লেনদেন চালু করতে যাচ্ছে ফেসবুক। এক ব্লগ পোস্টে নতুন এই ফিচার যুক্ত করার ঘোষণায় জানানো হয়েছে, অর্থ লেনদেন সেবাকে নিরাপদ রাখতে ফেসবুক নেটওয়ার্কে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ বাবস্থা জোরদার করা হবে। জানা গেছে, নতুন ফিচারের মাধ্যমে অ্যাপল এবং অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ডিভাইস ছাড়াও ডেস্কটপ কম্পিউটার থেকে অর্থ লেনদেন করা যাবে। এজন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপের স্মাইলি এবং ফটো চিহ্নের পাশে যুক্ত করা হবে ডলার চিহ্ন। এখানে অর্থের পরিমাণ লেখার পর ‘পে’ অপশনে ডেবিট কার্ডের নম্বর লিখতে হবে। এরপর পিনকোড অথবা পাসওয়ার্ড দিতে বলা হবে যা পরবর্তী সময়ে অর্থ লেনদেনের জন্য মনে রাখতে হবে। ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ভিসা এবং মাস্টার কার্ড থেকেও ফেসবুক থেকে অর্থ লেনদেন করা যাবে। এ ছাড়া অ্যাপল ডিভাইস থেকে অর্থ লেনদেনের জন্য থাকছে টাচ আইডি। আঙুলের ছাপের মাধ্যমে অ্যাপল ডিভাইস থেকে অর্থ লেনদেন করা যাবে।যুক্তরাষ্ট্রে আগামী মাসে সীমিত আকারে পরীক্ষামুলক এ সেবা চালু করা হবে।

Exit mobile version