Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের খাসিলা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত ২ জনকে ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রবিবার সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ আরজু মিয়ার পুত্র রফু মিয়া(২৫)কে মাথায় আঘাতজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য আশংকা জনক অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও আকলাছ মিয়ার পুত্র সুহেল মিয়া (২৩) কে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। উল্লেখ্য রমজানের প্রথম দিনেই সন্ধ্যার আগে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া ও সিপন মিয়ার লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটে। এতে ২৯জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হন। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সিপন মিয়ার পক্ষের রফু ও সুহেল নামে দুইজনকে ঢাকায় প্রেরণ করেছেন। এঘটনায় জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। বুধবার পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে `দুদু মিয়ার পক্ষের চারজন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বলেন, পুলিশ খাসিলা গ্রামের সংঘর্ষের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নিচ্ছে।

Exit mobile version