Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শেরপুরে গ্রামে এক সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে ঘরে ঢুকে মারধর করার অভিযোগ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের এক নিরীহ সংখ্যালঘু পরিবারের গৃহবধুকে মারধোর করেছে দুর্বৃত্তরা । জানা গেছে শেরপুর গ্রামের ব্রজেন্দ্র বৈদ্যর সাথে পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত আছাব মিয়ার ছেলে মানিক মিয়ার পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মানিক মিয়ার নের্তৃত্বে ব্রজেন্দ্র বৈদ্যর বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ব্রজেন্দ্র বৈদ্য ও তার স্ত্রী বানী বৈদ্যকে অমানবিকভাবে ঘরে ঢুকে মারধর করে। তাদের চিৎকার শুনে আশপাশ লোকজন ছুঠে এসে তাদেরকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এঘটনায় এলাকাবাসী বিষয়টি নিস্পত্তি করার উদ্যোগ নিলেও মানিক মিয়া এলাকার উদ্যোগকে না মানায় আহত গৃহবধূ বানী রানী বৈদ্য বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে শনিবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এ.এস.আই ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে। অভিযুক্ত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ঢুকে এভাবে মহিলাকে মারধর করার ঘটনাটি অমানবিক।

Exit mobile version