Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সংঘর্ষের মামলায় জুনেদ দু’দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার জুনেদ মিয়া নামে এক আসামীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল মঙ্গলবার ওই আসামীকে সুনামগঞ্জ কারাগার থেকে জগন্নাথপুর থানায় আনা হয়েছে।

গত ১৬ই সেপ্টেম্বর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীরধপাশা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মালিক ও ফয়সল আহমদের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের জাবেদ কুরেশীর গোষ্টির স্থানীয় মাদ্রসার জমির নিলাম নিয়ে এক রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা মামলা দায়ের হয়েছে।

ফয়সল আহমদের দায়েরকৃত মামলায় জাবেদ কুরেশী পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। এর মধ্যে জুনেদ আহমদ’র ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতের আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের সত্যতা মামলার কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

Exit mobile version