1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়ে বৃটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরের সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়ে বৃটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সন্তান নাসিমা বেগম
প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউন হল থেকে মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউন হল নির্বাচনে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। এখবরে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি ও দেশে থাকা স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।
জানা গেছে,  উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাশিমের মেয়ে নাসিমা বেগম পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। ছোটবেলা থেকে তিনি যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউনে বসবাস করে পড়ালেখা ও সমাজসেবামুলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি টানা তৃতীয়বার যুক্তরাজ্যে লোওয়েস্টফ্ট টাউন হলের  ডেপুটি মেয়র হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।
 দেশে থাকা নাসিমা বেগমের  মামাতো ভাই মিলাদ হোসেন জানান, যুক্তরাজ্যের  কমিউনিটির সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে  সুসম্পর্ক গড়ে উঠায় তিনি জনপ্রিয় হয়ে উঠেন। তাই যুক্তরাজ্যে লোওয়েস্টফ্ট টাউন হলের টানা তিন বারের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর এ সাফল্যে আমরা আনন্দিত।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম বলেন, নাসিমা আমাদের গর্ব। তিনি মেয়র নির্বাচিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। আগামীতে দেশে আসলে আমরা তাকে সংবর্ধিত করব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com