Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এটুআই প্রকল্পের সহায়তায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ মেলার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মেলা উদ্বোধন করার কথা রয়েছে। মেলায় ২৪টি ষ্টল থাকবে। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিজিটাল মেলাকে প্রান্তবন্ত করে তুলতে ইতিমধ্যে প্রচারণা ও সাজসজ্জাকরণ কাজ শেষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোর মেলায় ষ্টল নিয়ে থাকবে। মেলা প্রাঙ্গনে থাকবে ইন্টারনেট সুবিধা।
মেলা প্রসঙ্গে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলাকে সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। আশা করছি এবার আরো সমৃদ্ধিভাবে এ মেলা চলবে। তিনি বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার প্রতি যুব ও তরুণ সমাজকে আকৃষ্ট করার পাশাপাশি এ উপজেলাকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

Exit mobile version