Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এক মসজিদের ইমামকে মারধর করে মসজিদ থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে এক মসজিদের ইমাম কে মারধর করে নগদ ২০ হাজার টাকা নিয়ে মসজিদ থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন। গতকাল রবিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর জামে মসজিদের ইমাম জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের হাফিজ মাওলানা মোঃ আব্দুর রহিম ওই মসজিদের ইমাম ও হাফিজ হিসেবে রমজান মাসের শুরু থেকে দায়িত্ব পালন করছিলেন। কিন্তুু গত ১৮ রমজান রাত অনুমান এক ঘটিকার সময় আসামপুর নন্দিরগাঁও গ্রামের হামদু মিয়ার ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের ছুবা মিয়ার নের্তৃত্বে ৮/১০জন লোক এক মহিলার নাম ধরে মসজিদের হোজরার দরজায় ডাকাডাকি করে তালাভেঙ্গে আমাকে মারধর করে হোজরা থেকে আমার ২০ হাজার টাকা নিয়ে যায়। এবং আমার মাসিক বেতন ও রমজানের হাদিয়া না দিয়ে রাত আড়াইটায় আমাকে হোজরা থেকে বের করে দেয়। ইমাম হাফিজ মাওলানা মোঃ আব্দুর রহিম জানান, হঠাৎ করে মসজিদে এসে সালাম ও ছুবা আমাকে মারধর করে আমার টাকা নিয়ে বেতন ও রমজানের হাদিয়া না দিয়ে বের করে দেয়ায় আমি বিপাকে পড়েছি। বিষয়টি গ্রামের মুসল্লীদের জানালেও তারা কোন প্রতিকার না করায় বিচারের আশায় লিখিত অভিযোগ দিয়েছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মসজিদের ইমামের লিখিত অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় পাঠানো হবে।

Exit mobile version