Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিয়ম সভা

স্টাফ রিপোর্টার::
সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করতে পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট রেঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম আহবান জানিয়েছেন।
তিনি সোমাবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মনবিনিয়ম সভা প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অপরাধ বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোহিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই সাইফুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুরের সার্কেল মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন, হিন্দু কমিউনিটি নেতা উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোষাম্বী।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই,জহিরুল ইসলাম লালমিয়া, জগন্নাথপুর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শশী কান্ত গোপ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, ছাত্রলীগ নেতা মুন্নামিয়া প্রমুখ।

Exit mobile version