স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মী আহত হয়েছে। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দ বাজার সংলগ্ন নদীরপার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সদস্য’ সৈয়দপুর হারিকোণা গ্রামের আব্দুল মনাফের ছেলে মো তাহেন মিয়া (২৪) ও একই এলাকার মাসাই খানের ছেলে মিল্লাত খান (২২) স্থানীয় নদীতে মাছ শিকারে যান।
রাত দুইটার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের কাচাঁ মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ জীবান, একই এলাকার সৈয়দ এলাইছ মিয়ার ছেলে ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ তায়েক, আব্দুল মজিদের ছেলে ছাত্রলীগ কর্মী জুনু মিয়া ও দক্ষিণ আগুনকোণা গ্রামের ছইল উল্লার ছেলে ছাত্রলীগ কর্মী অলিউরের নেতৃত্বে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় এলাকাবাসি এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, জুলাই-আগষ্টে সৈয়দপুর বাজারে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের কর্মসুচি নিয়ে মিল্লাত খানের সঙ্গে ছাত্রলীগ নেতা সৈয়দ জীবান গংদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। ধারণা করা হচ্ছে এরই জেরে এ হামলা হতে পারে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় এখনও কোন লিখিত অভিযোগ কেউ দেননি।