স্টাফ রিপোর্টার::
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনাসভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ১০ মে) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে রাধারমণ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা এবং ইউ আর সি হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল্লাহ খালেদ জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, রূপক কান্তি দেব, বাপ্পী রানী দে প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।