Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম-বাঁধ নির্মাণে পিআইপিগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা থাকতে হবে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, হাওরের ফসলরক্ষা বেঁড়িবাধের দায়িত্বপালনকারী পিআইসিগুলোর সঙ্গে জনগনের সস্পৃত্ততা ছিলনা। যে কারনে অনেক পিআইসি কাজে গাফলতি, অনিয়ম, দূর্নীতিতে জড়িয়ে পড়েন। হাওরের ফসলরক্ষা করতে হলে পিআইসিদের সঙ্গে বাঁধ নির্মান কাজে জনসাধারণকে সক্রিয়ভাবে থাকতে হবে।
তিনি বলেন, আগামী বোরো মৌসুমী পিআইসিগুলোর সাথে জনগন সম্পৃক্ত থাকবেন। এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বেঁড়িবাধের কাজ সম্পন্ন করার জন্য হবে। তিনি জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার জন্য আহবান জানান।

রোববার সন্ধ্যায় তিনি জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে উন্নয়ন এবং সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসু উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রানা, জাপা নেতা আব্দুল মনাফ প্রমুখ।

Exit mobile version