Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নির্মম নির্যাতনের ঘটনায় আহত দিনমজুর বিচারের আশায় ডিআইজির দরজায়

গোবিন্দ দে:: ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের দিনমজুর মানিক মিয়া কে নির্মমভাবে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মামলা না নেয়ায় সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে আবেদন করেছেন হামলায় আহত দিনমজুর মানিক মিয়া। বুধবার সকালে তিনি স্বশীরে উপস্থিত হয়ে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সনুয়াখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে সৌদি প্রবাসী আব্দুল মুকিতকে সম্প্রতি পুলিশ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ওই ব্যক্তির স্বজনরা সন্দেহ করতে থাকেন মানিক মিয়া পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। তাই তার স্বজনরা এমন অভিযোগে গত ১৬ জুন বিকেলে জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খাসিলা ফিসারীর নিকটে পেয়ে ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামির ভাই আকাশ মিয়ার নেতৃত্বে ৪/৫ জন লোক হামলা চালিয়ে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়। এঘটনায় তার স্ত্রী মামলা করতে গেলে জগন্নাথপুর থানা পুলিশ মামলা না নিয়ে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। লিখিত অভিযোগে বলা হয় দুটি লিখিত অভিযোগ দেয়া হলেও জগন্নাথপুর থানা পুলিশ মামলা না নিয়ে প্রভাবাশালী আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তার অভিযোগগুলো গায়েব করে রাখে। হামলায় আহত ব্যক্তি মানিক মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জগন্নাথপুর থানায় বিচার না পেয়ে ডিআইজি বরাবরে আবেদন করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version