Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নির্মানাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন রাণীগঞ্জ সেতু থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আতাউর রহমান (৪০) নামের ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্র জানায় গত ১২ জানুয়ারি শনিবার পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে একশ ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন সেতুর কাজ চলাকালীন অবস্থায় অসাবধানত বশত শ্রমিক আতাউর রহমান সেতুর ওপর থেকে দেড়-দুইশত ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্হতায় রোববার তার মৃত্যু হয়।

রাণীগঞ্জ সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমএ বিল্ডার্সের প্রকল্পের সহকারী ব্যবস্হাপক জামাল উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে । বিষয়টি আপোষে নিষ্পত্তি করা হয়েছে।

Exit mobile version