Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী প্রত্যাহার

আজহারুল হক ভূঁইয়া শিশু : সুনামগঞ্জের জগন্নাথপুরে রোববার বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী পালিত হয়নি। গত ২/৩ দিন ধরে এলাকায় সচেতন জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে ব্যাপক প্রচার প্রচারনা চলছিল।
তবে মানববন্ধব ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ক্ষুব্দ বিদ্যুৎ গ্রাহকরা যখন স্থানীয় পৌরপয়েন্টে কর্মসুচীর প্রস্তুুতি নিচ্ছেন তখন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত নিবার্হী প্রকৌশলী শ্যামল চন্দ সরকার, ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া আন্দোলনকারীদের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষনা করে দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করে দেন। এসময় বক্তব্য রাখেন ওসি হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী শ্যামল চন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম, আবদুল মনাফ, এম,এ নুর, জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।

এর পূর্বে পৌর পয়েন্টে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম জানান, সম্প্রতিকালে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। তাই আমাদের ন্যায্য দাবী আদায়ে আমরা কর্মসচী গ্রহন করি। স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রাথমিকভাবে ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে।

জগন্নাথপুরের বিদ্যুতের দায়িত্বথাকা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুরের বিদ্যুৎ সদস্য দ্রুত সমধান করা হবে।

Exit mobile version