Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::এসো সবাই ঐক্য গড়ি সবার অধিকার রক্ষা করি এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে ৬৮ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার বিকেলে পৌর পয়েন্টে মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও কমিশনের সহ সভাপতি মোঃ আবুল ফজল, সিনিয়র সদস্য দ্বীপক কুমার দেব এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আবাব মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান । অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান টুনু, সংগঠনের সহ সভাপতি বদরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবুল কাশেম, তরুন রাজনীতিবিদ বাবুল খান মুন্না, সংগঠনের সদস্য সাজু আহমদ, ইউপি সদস্য গোলাম মস্তফা আলাল, দপ্তর সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। অন্যানোর মধ্যে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমান খলিল, সাংবাদিক হুমায়ুন কবীর, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আলী আফছার, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক, অধুদ কামালী, অর্থ সম্পাদক সাংবাদিক মাসুম আহমদ, নজমুল ইসলাম চৌধুরী, বিপ্লব দেব নাথ, মানবাধিকার কর্মী আক্তার আলম সিপার, সিদ্দিকুর রহমান বকুলসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন । আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম লাল মিয়া মায়ানমারের মুসলিমদের উপর অমানষিক নির্যাতন ও নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

Exit mobile version