Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিষ দিয়ে জলমহালের মাছ ধরায় ইজারাদারকে জরিমানা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রাম সংলগ্ন আমআমি জলমহালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ইজারাদারের নিকট থেকে জরিমানা আদায় করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয়রা জানান আমআমি বিলের ইজারাদার পার্থ চৌধুরী বিষ প্রয়োগ করে জলমহালের মাছ শিকার করছেন। এখবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে ইজারাদার পার্থ চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ২০ কেজি ওজনের বিভিন্ন জাতের মাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে এক লাখ টাকা। অভিযানকালে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানসহ থানা পুলিশের একটিদল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইজারাদার আইন লঙ্ঘন করে বিষ দিয়ে জলমহালের মাছ ধরায়
তাকে জরিমানা করা হয়েছে। এবং অভিযানকালে উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় আমরা প্রদান করেছি।

Exit mobile version