Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বোরো ফসলরক্ষায় মোনাজাত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে গত দুইদিনের ঝড়-তুফানে কাঁচা-ঘরবাড়ি, গাঁছ-পালাসহ ২০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে শিলার বৃষ্টির তান্ডব থেকে বোরো ফসল রক্ষায় মোনাজাত করা হয়েছে।
শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদর জামে মসজিদে মোনাজাত অনুষ্টিত হয়। এতে ধর্মপ্রাণ মুছল্লিগন অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী।
উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর হাওরের বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা ঘটে। এর আগের বছর শিলাবৃষ্টি আর ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ফসল। যে কারনে ফসল ঘরে তুলতে পারেন নি কৃষকরা।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার রাতে এই দুইদিন ধরে জগন্নাথপুরে ঝড় তুফান হয়েছে। শিলা বৃষ্টির হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করেছি। তিনিই আমাদের রিজেকের মালিক।
উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুইদিনে ঝড়-তুফানে বাড়ি ঘরের সামান্য পরিমানের ক্ষতি হলেও বোরো ফসলের কোন ক্ষতি হয়নি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্নস্থানে শিলাবৃষ্টির খবর শুনা যাচ্ছে। তবে জগন্নাথপুরে শিলাবৃষ্টি হয়নি। তিনি বলেন, বোরো ফসল এই মুর্হুতে পাকা শুরু হচ্ছে। আশা করছি, এ সপ্তাহে কৃষকরা ধান কাটঁতে পারবেন।

Exit mobile version