Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মইয়ার হাওরে ট্রলার ডুবিতে শিশুকে নিয়ে যেভাবে রক্ষা পেলেন জয়ন্তী

স্টাফ রিপোর্টার:; রাখে আল্লাহ মারে কে এ প্রবাদের মতো ট্রলার ডুবির মতো বড় দুর্ঘটনা থেকে ছোট শিশু মেয়েকে নিয়ে বেঁচে গেলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওর ব্যাষ্টিত বাউধরন গ্রামের জয়ন্ত রানী বৈদ্য নামের এক গৃহিনী। গতকাল ট্রলার ডুবিতে মইয়ার হাওরে এক জনের লাশ উদ্ধার ও ২০জন আহত হওয়ার ঘটনা ঘটলেও কোন ধরনের হোচট ছাড়াই ছয় মাসের শিশু সন্তানকে নিয়ে পাড়ে উঠতে পারেন ওই নারী। ঘটনার পর তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ। আমার শিশু সন্তানসহ আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। ট্রলারে যোগে তিনি স্বামীর সাথে জগন্নাথপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,কীভাবে বাঁচলাম বলতে পারব না। সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করেছেন। তিনি বলেন,হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়েন। তিনি ও তার সন্তান গিয়ে পড়েন মাটিতে। অনেক সময় ভয়ে তিনি ও সন্তান কাঁপছিলেন বলে জানান। পরে আরেকটি নৌকা এলে তিনি বাড়ি ফিরে যান।

Exit mobile version