1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে মশলার বাজারে ক্রেতাদের ভীড় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে মশলার বাজারে ক্রেতাদের ভীড়

  • Update Time : মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: কোরবানির ঈদ একদম দরগোড়ায়। রাত পোহালেই ঈদ। ইতিমধ্যে কোরবানির হাট থেকে থেকে হয়েছে গেলে গরু-ছাগল-ভেড়া। এ ঈদকে ঘীরে সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রতিটি হাট-বাজারে মশলার দোকানগুলোতে ঢল নেমেছে ক্রেতাদের।
মঙ্গলবার জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুর বাজারের প্রতিটি গুড়া-মশলার দোকানঘরে ক্রেতার ব্যস্ততা দেখা গেছে। এরমধ্যেই গলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি ব্যস্ততা ছিল। ক্রেতাদের সামলাতে হিমশিল খাচ্ছেন।
বাজারে আসা ক্রেতার জানিয়েছেন ঈদের শেষ মুর্হুতে মশলার বাজার দাম-দর ছিল চড়া।
প্রতিটি কেজি জিরা ৩২৪ টাকা, দারুচিনি ২৬০, এলাচি ১১৫০, লং ৮৮০ টাকা, গুলমরিচ ৬০০ টাকা, ধনিয়া ৮৫ টাকা, হলুদ ১১০ টাকা, আদা ৯০, কিছমিছ ৩৩০ টাকা, পেয়াঁজ ২৫ টাকা, মরিছ ১৬০ টাকা, রসুল ৪৮টাকা। এছাড়া প্রতি হাটি তেজপাতা ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হয়েছে। তবে পেয়াঁজ এর দর কম থাকায় স্তস্তি ছিল ক্রেতাদের মধ্যে।
মশলা দোকানদার সুধন্য পাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বেচাবিক্রিও ভালো হচ্ছে। দামদর বেশি নয় বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com