Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রিমান্ডের আসামীর স্বীকারোক্তিতে পাইপগান উদ্ধার

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ডাকাতি ও গনধর্ষণ মামলার আসামী নজরুল ইসলামের জবানবন্দিতে পুলিশ একটি পাইপগান উদ্ধার করেছে। পুলিশ হেফাজতে দুইদিনের রিমান্ড শেষে রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

থানা পুলিশ জানায়, গত ১৭ র্মাচ জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষনগাঁও (ইসলামপুর) গ্রামে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য ওই গ্রামের মৃত ওয়ারিশ উল্লাহর ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গনধর্ষণসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ গত ২৩ মার্চ আদালতে নজরুলের দুইদিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নজরুল তার কাজে একটি দেশী পাইপগান রয়েছে স্বীকারোক্তি দিলে পুলিশ স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে পাইপগান উদ্ধার করেছে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড শেষে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version