1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শিক্ষককে পেটালো ছাত্র, গ্রেপ্তার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৮ মে ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে শিক্ষককে পেটালো ছাত্র, গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার::

ভুক্তভোগী উপজেলার কুবাজপুর সুনিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক সামসুল হক (৩০)। এদিকে পুলিশ হামলাকারী ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার।

 

গ্রেপ্তারকৃতরা হলো মাদরাসার নবম শ্রেণির এক ছাত্র এবং একই এলাকার আনছার মিয়া (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক দিন আগে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই ছাত্রকে শাসন করেন শিক্ষক সামসুল। এ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সহযোগীদের নিয়ে হামলা চালায় ওই ছাত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর আটক দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com