Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের পানি পরীক্ষা করলেন বিশেষজ্ঞ দল

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের একটি হাওরের পানি পরীক্ষা নিরীক্ষা করেছেন মৎস্য মন্ত্রনালয়ের একটি বিশেষজ্ঞদল। শনিবার দুপুরে উপজেলার মইয়ার হাওরে পানি দূষণ পরীক্ষা করেন এই বিশেষজ্ঞদল।।
বিশেষজ্ঞ দলের নেতৃত্বদানকারী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সৈয়দ মেহেদী হাসান স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, জগন্নাথপুরের হাওরগুলোতে এ্যামোনিয়া গ্যাস আগের চেয়ে কমে গেছে। এবং পানি পিএইচ স্বাভাবিক মাত্রার কাছে পাওয়া গেছে। পানির দূষনও কমেছে। আশা করছি আর মাছ মরবে না।

বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রমজান আলী, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল আহমদ খান প্রমুখ।

Exit mobile version