Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৪৯৫ জন কৃষক পেলেন বীজ-সারসহ কৃষি উপকরণ

স্টাফ রিপোর্টর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি সম্প্রসারন কার্যালয়ের উদ্যাগে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এ কর্মসূচিরর উদ্ধোধন করেন।  এ কর্মসুচির অাওতায় উপজেলার ৪৯৫ জন কৃষক কৃষি প্রনোদনা পান। তারমধ্যে  জনপ্রতি ৩৫০ জন কৃষক ৫ কেজি করে বোরো বীজ, ১ কেজি করে ১০০ জন কৃষককে সরিষাবীজ, ২ কেজি করে ৪০ জন কৃষক ভুট্রা ও ৫ জনকে ২০ গ্রাম করে বিটি বেগুন বীজ প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলমের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের  পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথির বক্তব্য দেন স্হানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য দেন  উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ।
Exit mobile version