Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানার বির্তকিত এস.আই মিজান অবশেষে গেলেন

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান অবশেষে গেলেন। পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মৌলবীবাজার জেলায় বদলী করা হয়েছে। গতকাল তিনি জগন্নাথপুর ছেড়েছেন। জগন্নাথপুর থানায় দীর্ঘদিন ধরে দাপটের সহিত ম্যানেজ মাষ্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন। বিশেষ করে বর্তমান ওসি জগন্নাথপুরে যোগদানের পর থেকে তার দাপট বেড়ে যায়। তিনি তার সিনিয়র অফিসারদের সাথেও ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন। সিলেট রেঞ্জের ডিআইজির সাথে সুসর্ম্পক থাকার কারণে জেলার পুলিশ সুপারকেও তিনি খুব একটা পাত্তা দিতেন না। যে কারণে একাধিকবার বদলী হলেও ম্যানেজ করে জগন্নাথপুরে থেকে যান। জগন্নাথপুরের স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বাবা বানিয়ে পালক পুত্র সেজে তিনি দীর্ঘদিন জগন্নাথপুর থানায় চাকুরী করেন। একইভাবে বিএনপি নেতা কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ জগন্নাথপুর থানায় এক কাজে এসে এস.আই মিজানকে থানার অন্যান্য পুলিশ অফিসারদের সামনে পালক পুত্র হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন এ থানায় আমার একজন লোক সে হচ্ছে মিজান। বহুরূপী চরিত্রের অধিকার এস.আই মিজানের বদলীতে স্বস্থি এসেছে এলাকায়। তবে তিনি আবারও জগন্নাথপুর আসার স্বপ্ন নিয়ে জগন্নাথপুর ছাড়ছেন বলে ঘনিষ্টজনদের জানিয়েছেন। মিজানের বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ। একাধিকবার তা ভূক্তভোগীরা পুলিশ সুপারকে জানিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানের বদলীর সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version