Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানায় তথ্য প্রযুক্তির প্রথম মামলায় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের চার নেতার সাক্ষ্য প্রদান

স্টাফ রিপোর্টার:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দায়েরকৃত প্রথম মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার অন্যতম স্বাক্ষী হিসেবে সাক্ষী দেন। সাক্ষীরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম ও ছাত্রলীগ নেতা আবু হেনা রণি। এসময় সরকারি কৌশলী সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ নজরুল ইসলাম শামীম সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহনে পাবলিক প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন। উল্লেখ্য ২০১৪ সালের ২৯ আগষ্ট এক ফেসবুকে ছাত্রলীগ নেতা আবু হেনা রণির একটি স্ট্যাটাসে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের আজিজ খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে উত্তেজনা দেখা দেয়। জগন্নাথপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে আজিজ খানকে গ্রেফতার করে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি কিছু দিন জেল হাজতে থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রযেছে।

Exit mobile version