1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর পৌরশহরে ছয় তলা বিশিষ্ট হাসপাতালের জায়গা নির্ধারণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুর পৌরশহরে ছয় তলা বিশিষ্ট হাসপাতালের জায়গা নির্ধারণ

  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ২৩০ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভায় ছয় তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামেক পাশে সরকারী জায়গায় এ হাসপাতাল নির্মিত হবে। এসব তথ্য শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মহোদয়ের প্রচেষ্ঠায় ১২ কোটি টাকা ব্যয়ে আরবান প্রাইমারী হেল্থ কেযার প্রকল্পের আওতায় ১২ শতাংশ জমির উপর ৬ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে।
এই চিকিৎসা কেন্দ্রে ৬ জন চিকিৎসকসহ নার্স, কর্মচারী ও এম্বুলেন্স থাকবে।
তিনি বলেন, প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। ইতিমধ্যে আমরা জায়গা নির্ধারণ করে অনুমোদনের জন্য প্রতিবেদন পাঠিয়েছি।
প্রকল্প বাস্তবায়ন হলে জগন্নাথপুর পৌরসভার নারী-শিশুসহ দরিদ্র লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এছাড়াও বিনামূল্যে ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
প্রসঙ্গত, সম্প্রতি একনেক সভায় ১১টি সিটি কর্পোরেশন ও জগন্নাথপুর ও দিরাই পৌরসভাসহ ১৪টি পৌরসভায় এই প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১৩৬ কোটি টাকা। বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com