Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বাজারে লবন নিয়ে গুজব

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের পেঁয়াজের ঝাঁঝ কাটতে না কাটতে হঠাৎ করে লবনের দাম বৃদ্ধির খবর পেয়ে বাজারে লবন নিয়ে লংকাকান্ড দেখা দেয়। আজ রাতে হঠাৎ করে জগন্নাথপুরে ছড়িয়ে পড়ে লবণের দাম বৃদ্ধি পাবে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন  ছুটে এসে ৫ থেকে ১০ কেজি করে লবণ ক্রয় করে নিয়ে যায় এ সুযোগে ব্যবসায়ীরা ৩৫ টাকা কেজির লবন ৪০ থেকে ৫০/৬০ টাকা কেজিতে বিক্রি করেন।শুরু হয় তোলপাড়। অনেকেই বস্তাভর্তি লবন নিয়ে বাড়িতে মজুূদ করেন।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী রজত গোপ জানান হঠাৎ করে রাতে দেখা যায় বাজারের ভূষিমালের দোকান গুলোতে  ক্রেতাদের ভীড়।খোঁজ নিয়ে জানতে পারি লবনের দাম বৃদ্ধির গুজবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জগন্নাথপুর বাজারের ভূষিমালের একজন  ব্যবসায়ী সুদন পাল জানান হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ায় ক্রেতারা লবন কিনতে ভীড় করেন।আসলে লবনের দাম বৃদ্ধি কিংবা সংকটের বিষয়টি গুজব।আমি ক্রেতাদের বুঝিয়ে দোকান বন্ধ করে চলে আসি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, লবন নিয়ে গুজবের খবর পেয়েছি।এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যারা গুজব রটাচ্ছে ও বেশী দামে লবন বিক্রি করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

 

Exit mobile version