Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ২৭ ভোটের মধ্যে ১৬ ভোট নষ্ট

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য নির্বাচনে ২৭ ভোটের মধ্যে ১৬টি ভোট নষ্ট হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলার নারী সদস্য নির্বাচনে ২৭ জন ভোটার তিনজন নারী সদস্যকে নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোটের ফলাফলে ১নং আসনে শান্তনা ইসলাম ২নং আসনে ফেরদৌসি বেগম তানিয়া ৩নং আসনে সালেহা বেগম নির্বাচিত হন। নির্বাচনে ২৭জন ভোটার ভোট প্রয়োগ করলেও প্রাপ্ত ফলাফলে দেখা যায় ১৬টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোট নষ্ট হওয়ার বিষয়টি নাগরিকরা ভালদৃষ্টিতে দেখছেন না।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন অনেক ভোটার (নির্বাচিত নারী প্রতিনিধি)ব্যালেটে যারা প্রার্থী নয় এমন প্রতীকে সীল মেরেছেন। যেকারণে ভোট নষ্ট হয়েছে। তিনি বলেন, ২৭ জন ভোটারই ভোটে অংশ নেন। তন্মেধ্যে ১৬টি কাষ্টিং ভোট নষ্ট হয়। একজন ভোটার তিন জন প্রার্থীকেই ভোট দিয়েছেন।

Exit mobile version