Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জনসাধারনের সুবির্ধাথে নিজ বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন মেয়র আরিফের স্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এবার নিজের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন।
মঙ্গলবার সকালে কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক পশ্রস্ত করার কাজ শুরু হয়। এ সময় সবার আগে নিজের দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করার কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন শামা হক।

এ সময় তিনি বলেন, কারাগারে থেকেও আরিফ সব সময় নগরবাসীর কথা চিন্তা করেন। তাই নগরবাসীর চলাচলের জন্য তাদের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন। তিনি বলেন, এই সড়কটি প্রশস্ত হলে এলাকার লোকজন যাতায়াতে আর অসুবিধা হবেনা। এভাবে সকলে যেন সড়ক প্রশস্ত করার কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন। শামা হক বলেন, আরিফুল হক জেলে থেকে সকলের দোয়া চেয়েছেন। তার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন আবার ফিরে এসে নগরবাসীর সহযোগিতা করতে পারেন।

গতকাল ৮৩ লাখ টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশনের কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক প্রশস্ত সড়কের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর এবিএম জিল­ুর রহমান উজ্জল, প্রবীন মুরব্বী আব্দুল কাইয়ূম, আবুল লেইছ হুমায়ূন, অব্দুল মন্নান দুলাল, তানবীর আহমদ, সাজোয়ান আহমদ, অব্দুল মুকিত, লুৎফুর রহমান, লিলু মিয়া, জুনেদ আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত লোকজন দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করে দেওয়ায় জন্য মেয়র পত্নী সাধুবাদ জানান।

Exit mobile version