Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জর্ডান সীমান্তে ইসরাইলের নতুন বিমানবন্দর

জগন্নাথপুর২৪ ডেস্ক::
লোহিত সাগর তীরবর্তী জর্ডানের আকাবা বন্দরনগরীর কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে ইসরাইল নতুন একটি বিমানবন্দর নির্মাণ করেছে।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার লোহিত সাগর উপকূলবর্তী শহর এইলাতের কাছে র‌্যামন নামে ওই বিমানবন্দরটি উদ্বোধন করেন। খবর দ্যা টাইমস অব ইসরাইলের।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হাইসাম মিস্তো বলেছেন, তার দেশ ইসরাইলের ওই বিমানবন্দরটি চালু করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

অন্য দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করে বিমানবন্দর নির্মাণের যে আন্তর্জাতিক মাণদণ্ড রয়েছে তা ইসরাইল লঙ্ঘন করেছে।

তেল আবিবের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিএও’র প্রতি আহ্বান জানিয়েছেন মিস্তো।

তিনি বলেন, বিমান চলাচল বিষয়ক আন্তর্জাতিক মাণদণ্ড মেনে চলতে তেল আবিবকে বাধ্য করতে হবে।

২০১৩ সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হলে তখনও জর্দান সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। দখলদার ইসরাইল সরকার সে প্রতিবাদে কান দেয়নি।

Exit mobile version