Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৫টি বোমা মেশিন ধ্বংস

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::সিলেটের গোয়াইনঘাটে জাফলং কান্দুবস্তি এলাকায় ট্রাস্কফোর্সের অভিযানে ২৫টি নিষিদ্ধ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মো. আমিনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট (এডিএম) মো. আব্দুল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্র্যাট বিজন কুমার সিংহ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মতিয়ার রহমান, সিলেটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবির সদস্যরা।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মো. আমিনুর রহমান জানান, হাই কোর্টের নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি বিশেষ গোয়াইনঘাটের পিয়াইন নদীর তীরবর্তী কান্দুবস্তি এলাকায় ফসলি জমি সহ পতিত ভূমি থেকে নির্বিচারে পাথর উত্তোলন করে আসছিল। প্রশাসনের ধারাবাহিক অভিযানের আওতায় মঙ্গলবারও অভিযান পরিচালনা করে ২৫টি নিষিদ্ধ বোমা মেশিন ও সরঞ্জামাদি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version