Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা শুনানি শেষ, নথি আসার পর আদেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের প্রেক্ষিতে নথি আসার পর আদেশ দেবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। আজকের মতো শুনানি মুলতবি ঘোষণা করে এ সিদ্ধান্ত দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শুনানি শুরু হওয়ার আগে আদালতে বিপুল সংখ্যক আইনজীবীদের উপস্থিতি দেখে ভীড় কমানোর নির্দেশ দেন দুই বিচারপতি। দশ মিনিটের সময় দিয়ে এজলাশ থেকে নেমে খাস কামরায় চলে যান তারা। এরপর বেলা আড়াইটার দিকে বিচারকরা এজলাশে ফিরে এলে শুনানি শুরু হয়। শুরুতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।এরপর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বৃহস্পতিবার বেগম জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের গ্রহণযোগ্যতা এবং জামিন আবেদনের শুনানি হয়।

Exit mobile version