Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জীবনের ঝুঁকি নিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ দুই ইরানি যুবক অতঃপর গ্রেফতার

যুক্তরাজ্য প্রতিনিধি: পায়ে হেঁটে ইউরো ট্যানেল পাড়ি দিল দুই ইরানি যুবক জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ইউরোপ চ্যানেল ট্যানেলের ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্রেফতার হলেন দুই ইরানিয়ান নাগরিক। অবৈধভাবে ব্রিটেনে প্রবশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পর শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ট্যানেল বন্ধ ছিল। কেন্ট পুলিশ জানিয়েছে, ২৫ ও ২০ বছর বয়সের দুই ইরানিয়ান নাগরিক বিপজ্জনকভাবে ট্যানেলের ভেতর পায়ে হেঁটে প্রায় ৩১ মাইল অর্থাৎ ৫০.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্টের ফোকস্টোনে পৌঁছার পর তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে ৪০ বছর বয়সী এক সুদানি নাগরিক ট্যানেলের শত শত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে পায়ে হেঁটে কালে থেকে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেন। কালেতে অবস্থানরত মাইগ্র্যান্টরা ব্রিটেনে প্রবেশের জন্য মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছে ইউরো ট্যানেল কর্তৃপক্ষ। টানেল পাড়ি দিতে গিয়ে গত জুন থেকে এ পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত সপ্তাহে ২০ বছরের এক মাইগ্র্যান্ট ট্রেইনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
ফ্রান্সের কালেতে নর্থ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার মাইগ্র্যান্ট অবস্থান করছেন। এর মধ্যে প্রতিদিন রাতে প্রায় ২ হাজার মাইগ্র্যান্ট লরি বা ট্রেইনে চড়ে ব্রিটেনে আসার চেষ্টা করে থাকেন। গত সপ্তাহে কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রায় ১শ মাইগ্র্যান্ট কালে থেকে ব্রিটেনে আসার চেষ্টা করেন।

Exit mobile version