Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টাউট দালালদের মাথায় বাড়ি’, ‘রাখব নিষ্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’

স্টাফ রিপোর্টার
‘চালু হলো ই-নামজারি, টাউট দালালদের মাথায় বাড়ি’, ‘রাখব নিষ্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’ স্লোগানকে সামনে রেখে ভূমি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগে গরীব-অসহায় মানুষের ঠকার দিন শেষ হয়ে গেছে।’
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষকে যাতে কোন দালাল ঠকাতে না পারে, ভূমি অফিসে এসে ভোগান্তির শিকার না হতে হয় সে জন্য বিভিন্ন সেবা সমূহের উদ্বোধন করেছেন। এক সময় ছিল গ্রামের মানুষ লেখা পড়া জানত না। কিছু অসৎ লোক মানুষের সম্পত্তি হাতিয়ে নিত। কিন্তু বর্তমান সময় ঘরে ঘরে যেমন জ¦লছে শিক্ষার আলো, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সেবা দ্বারা গরীব মানুষের ভোগান্তি থেকে মুক্তি মিলছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা প্রশাস্ত কুমার বিশ^াস, ছাতক উপজেলার ভূমি অফিসের সার্বেয়ার শাহিন আলম, ডলুরা গ্রামের কৃষক সিরাজ মিয়া, দ.সুনামগঞ্জ গ্রামের কৃষক ফারুখ মিয়া প্রমুখ।

Exit mobile version