Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রাকভর্তি সবজির বস্তায় করে ফেনসিডিল পাচার

ট্রাকভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেনসিডিল পাচারকালে ৯২০ বোতল ফেনসিডিল ও ৮৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা রেলগেট মোড় এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, জেলার হাকিমপুর উপজেলা থেকে একটি সবজিভর্তি ট্রাকে করে ফেনসিডিল আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই ট্রাকটিকে আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পটল (সবজি) এর মধ্যে বিশেষভাবে রাখা ৯২০ বোতল ফেনসিডিল ও ৮৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল আবেদ ফেনসিডিলসহ নেশাজাতীয় ইনজেকশন আটকের সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version