Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে চাল ও আটার দাম দফায় দফায় বৃদ্ধি

এমএ রাজ্জাক, তাহিরপুর :
জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর পানিতে তলিয়ে যাওয়ার পর পরই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কর্তৃক চাল ও আটার দাম দফায় দফায় বৃদ্ধি করার অভিযোগ উঠেছে। চাল ও আটার দাম বৃদ্ধি না করতে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে ২১ শ’ টাকা (৫০ কেজি) চালের বস্তা বিক্রি করছেন ২৬’শ টাকায় এবং ১২’শ টাকার ৫০ কেজি ওজনের আটার বস্তা বিক্রি করছেন ১৫’শ টাকায়। উপজেলার তাহিরপুর সদর বাজার, বাদাঘাট বাজার, বালিয়াঘাট বাজার, শ্রীপুর বাজার, আনন্দ বাজার, একতা বাজার, বাগলী বাজার, সোলেমানপুর বাজার, কাউকান্দি বাজারসহ বিভিন্ন ছোট বড় বাজারের ব্যবসায়ীদের দেদারছে চাল ও আটার দাম বৃদ্ধি করতে দেখা গেছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক ভাবে অভিযোগ করলে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর বাজারে মাইকিং করে চাল, আটার দাম নিয়ন্ত্রণে রেখে বিক্রি করার নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় বালিয়াঘাট নতুন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার পরও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে এক শ্রেণির অসাধু চাল ব্যাবসায়ী চাল ও আটা তাদের গুদামে ও বাড়িতে মজুত রেখে চাল ও আটা নেই বলে ক্রেতাদের কাছ থেকে বেশী দাম আদায় করছেন।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি বলেন, মঙ্গলবার ভোর রাতে মাটিয়ান হাওর তলিয়ে যাওয়ার সংবাদ পাওয়ার পর পরই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ১২’শ টাকা মূল্যের আটা ১৫’শ টাকায় বিক্রি করছেন। আর ২১’শ টাকার চালের বস্তা ২৬’শ টাকায় বিক্রি করছেন।
ভাটি তাহিরপুর গ্রামের চাল ক্রেতা সুনীল সরকার বলেন, হাওরগুলো ডুবে যাওযার পর থেকেই চালের বাজার চড়া। আমি এক বস্তা চাল কিনেছি ২৫’শ ৫০ টাকায়।
তাহিরপুর বাজার চাল ব্যবসায়ী সত্য রঞ্জন দাস বলেন, বাজারে চালের অভাব রয়েছে ঠিকই। কিন্তু আমার কাছে যা আছে আমি বর্তমান বাজার দরেই বিক্রি করছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, আমি চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য মাইকিং করিয়েছি, যারা বাড়তি দামে বিক্রি করছেন তাদের

Exit mobile version