Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার যুদ্ধ প্রস্তুতি!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :
উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন তার সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ দিয়েছেন। দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ এক খবরে জানায়, সীমান্তে পিয়ংইয়ং সেনারা সিউল সেনাদের পশ্চিমাঞ্চলীয় ইউনিট লক্ষ্য করে প্রথমে শেল ছোঁড়ে।

১৯৫৩ সালে তিন বছরব্যাপী কোরিয়া যুদ্ধের অবসান হয় এক যুদ্ধবিরতির মাধ্যমে। সেসময় কোনো শান্তিচুক্তি সম্পদিত না হওয়ায় কোরীয় উপদ্বীপ এখনও যুদ্ধাবস্থায় রয়ে গেছে বলে বিশেষজ্ঞদের মত।

উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সেনা কমিশনের এক বৈঠক শেষে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ জারি করা হয়। এ কমিশনের সভাপতি দেশটির শাসক কিম জং-উন।

বৈঠকে কিম তার সেনাবাহিনীকে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ‘যুদ্ধকালীন অবস্থা’য় প্রবেশের নির্দেশ দেন।

Exit mobile version