Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে মধ্য রাতে মালবাহী ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকের দুই চালক আহত হয়েছেন। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার পাগলা বাজারের পূর্বে সিলেট সুনামগঞ্জ সড়কে ঘটেছে।
জানা যায়, মধ্য রাতে সার বোঝাই করা একটি ভারী ট্রাক [সিলেট-১১-০৩৯৩] সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা নাম্বারহীন মাটিবাহী একটি খালি লরি সামনে থেকে ধাক্কা দিলে এ ঘটনাটি ঘটে। এতেই মাঝ রাস্তায় উল্টে যায় সার বোঝাই ট্রাক। ফলে উভয় পাশে আটকে যায় দূরপাল্লার শতাধিক বাস, ট্রাক ও ছোট বড় যানবাহন। প্রায় দুইঘন্টা সময় আটকে থাকার পর দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ি ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তার একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়। পরে ভোর পর্যন্ত কাজ করে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।
ঘটনার স্বত্যতা স্বীকার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মুজাম্মেল হক, ‘ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা যাই। স্থানীয় লোকজনের সহযোগিতায় কাজ করে রাস্তা পরিষ্কার করি। কাজ শেষ করতে করতে ভোর হয়ে যায়।’

Exit mobile version