Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে সরকার -এমএ মান্নান

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের হতদরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাঙলাদেশকে একটি সুখি-সমৃদ্ধ-উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। এখন থেকেই এই লক্ষে কাজ শুরু হয়েছে। এজন্যই আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নাই।’
শনিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের হতদরিদ্র ১৮শ’ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির, থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, ইউপি আওয়ামী লীগ সভাপতি আবুল ফয়েজ, সাবেক চেয়ারম্যান মস্তফা মিয়া প্রমুখ।

Exit mobile version