Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে জলমহাল নিয়ে দু্’পক্ষের সংঘর্ষে নিহত -৩

দিরাই সংবাদদাতা :: সুনামমঞ্জের দিরাইয়ে জলমহালের মালিকানা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন।

এ সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে শাহারুল ইসলাম (২৫) ও উজ্জ্বল (২৮) নামে দু’জন বিকেল ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামের শান উল্লাহর ছেলে। শাহারুল কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর গ্রামের ইসাক মিয়ার ছেলে ও উজ্জল একই গ্রামের আমানুল্লাহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে জারুলিয়া গ্রামের মাসুদ মিয়া, ধনঞ্জয় সরকার ও একরার হোসেন মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে একরার হোসেন মাসুদ মিয়া ও ধনঞ্জয় সরকারের জলমহালে মাছ ধরতে গেলে মাসুদ ও ধনঞ্জয়ের পক্ষের লোকেরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দিরাই থানার ওসি আবদুল জলিল সংঘর্ষে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version