Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে মাছুয়ার খারার বাঁধ দেখে ক্ষুব্দ হলেন কর্মকর্তারা

দিরাই প্রতিনিধি::
জেলা প্রশাসক ও জেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, ‘হাওর রক্ষা বাঁেধ কোন অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওর রক্ষা বাঁধের উপর দেশবাসীর জীবন জীবিকা নির্ভরশীল।’ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)
শতভাগ কাজ করলে শতভাগ টাকা পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। মতবিনিময় সভা শেষে দিরাই উপজেলার উদগল হাওরের মাছুয়ার খারার বাঁধের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
বুধবার সকাল ১১ টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ মনিটরিং কমিটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ, পাউবো’র শাখা কর্মকর্তা রিপন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাংবাদিক মোশাহিদ আহমদ, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ তহুর আলী, আলাউর রহমান প্রমুখ।
মতবিনিময় শেষে উদগল হাওরের মাছুয়ার খারার ৩৯ নম্বর প্রকল্পের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম। বাঁধে মাটি ড্রেসিং করা হচ্ছেনা। পুরাতন মাটির উপরে চাকা মাটি দিয়ে উঁ”ু করা হচ্ছে। এভাবে কোন বাঁধের কাজ হতেই পারে না বলে মন্তব্য করেন তিনি। চাকা মাটি সরিয়ে দুর্মুজের মাধ্যমে কমপেক্ট করে মাটি ফেলার নির্দেশ প্রদান করেন তিনি। অন্যতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে আসেন এই কর্মকর্তা।

Exit mobile version